'ফাদার্স ডে বা পিতৃদিবস চলেই এল! সত্যি বলতে, মাতৃদিবস নিয়ে যতটা সোচ্চার আমাদের সমাজ, পিতৃদিবস নিয়ে অন্তত খাতায়কলমে ততটা নয়। এই বছর দুনিয়াজুড়ে ১৯ জুন উদযাপন করা হবে এই দিনটি। বাবাদের জন্য কেবল একটাই দিন তো নয়, সারা বছরই উদযাপন করা যায়। তবু, এই দিনটি একটু বিশেষভাবে উদযাপন করার সুযোগ ছাড়বেন না। তাঁর হাতে একটু 'অন্যধরনের উপহার' তুলে দিয়ে তাঁকে একইসঙ্গে চমক ও আনন্দ- দুই'ই দিতে পারেন।
কাস্টমাইজড বিয়ার মাগ
এই গরমে বাবা খেতে ভালবাসেন এক বড় মাগ ঠাণ্ডা বিয়ার? কুছ পরোয়া নেহি! বিয়ার মাগে বাবার নাম খোদাই করে দিন! তাঁর পান করার মুহূর্তটিকে করে তুলুন স্মরণীয়।
এক বাক্স হাতে লেখা নোট
নিজের হাতে ছোট ছোট নোট লিখে বাবার প্রতি আপনার ভালবাসার কথা ব্যক্ত করুন। ওই নোটগুলির মাধ্যমে বোঝান যে, তিনি আপনার কাছে কতটা আপন। একটা বাক্স ভর্তি করুন এই ধরনের নোটে। তারপর সেটি তাঁর হাতে তুলে দিন। তাঁর মুখভর্তি খুশি ছড়িয়ে পড়তে দেখে আনন্দিত হন আপনি নিজেও।
চমকপ্রদ মোজা উপহার দিন
প্রতিটি পুরুষের সাজের অন্যতম আকর্ষণীয় অংশ হল মোজা। দারুণ কিছু মোজা উপহার দিয়ে বাবার ওয়ার্ডরোবকে আকর্ষণীয় করে তুলতে পারেন।
শেভিং কিট
দারুণ স্টাইলিশ দাড়ি রাখার জন্য অথবা মুখ চকচকে করে কামিয়ে আকর্ষক 'লুক' দেওয়ার জন্য বাবাকে উপহার দিন চমৎকার একটি শেভিং কিট।