দশমীর পরেই শুরু হয় লক্ষ্মী পুজোর তোড়জোড়। শ্রী শ্রী মা লক্ষ্মী হলেন হিন্দু ধর্মের ধন সম্পদের দেবী। ঘরে ঘরে সৌভাগ্য, ধন সম্পদ, নিরাপত্তা বজায় রাখতে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়৷ বাংলায় শারদীয়ার পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা হয়৷ এছাড়া সারাবছর বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। নারু, ভোগ, নিকোনো উঠনে আলপনা এঁকে, পাঁচালি পড়ে দেবীর আরাধনা সারা হয়।
বাঙালি হিন্দু ঘরে এই প্রথা চিরন্তন। ভারতীয় সময় অনুযায়ী আগামী রবিবার অর্থাৎ ইংরেজির ৯ অক্টোবর,২০২২ এবং বাংলার ২২ আশ্বিণ ১৪২৯ তারিখে এবছর কোজাগরী লক্ষ্মী পুজো হবে। কোজাগরী লক্ষ্মী পুজোয় সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজো সেরে, প্রচলিত নিয়ম অনুসারে বাড়ির সধবারা পুজোর শেষে পাঁচালী পাঠ করেন