কলকাতা, সেজে উঠছে উৎসবের জন্য। এই শহরের আরেক নাম মিছিল নগরী, কিন্তু পুজোর কলকাতা, অনায়াসে তার নাম দেওয়া যায় হোর্ডিং নগরী। রাস্তায় মানুষের ঢল, আর রাস্তার দু'ধারে সারি সারি হোর্ডিং। এটাই কলকাতার পুজো পুজো মেজাজ।
শহরের যে অঞ্চলে নিত্য যাতায়াত, পুজো আসলে তা যদি না-ই গুলোয়, তাহলে কীসের উৎসব? কলকাতাবাসী যুগে যুগে এসবের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়েছে দিব্যি। এই যেমন পুজোর আগে এই সময়টায় দক্ষিণ কলকাতার ব্যস্ততম রাস্তায় গেলেই দেখবেন গড়িয়াহাটের মোড় আলো করে রয়েছেন কত কত দেব-রুক্মিণী। বাস্তবে দেখলে একটা করে দেখতেন, এখানে তো চারদিক ঘিরে থাকছেন তারকারা। আরেকটু ওদিকে অঙ্কুশ-ঐন্দ্রিলা!
শুধু তারকারা নন, হোর্ডিং জুড়ে সিনেমা, রেস্তোরাঁ, নামী দামি পুজো, প্রসাধনী, কী নেই! বিজ্ঞাপনের যুগ বলে কথা! প্রচারই সব। কেউ বলবেন দৃশ্যদূষণ, কেউ বলবেন ওটাই পুজোর মেজাজ! তর্ক বিতর্ক যুক্তি পাল্টা যুক্তি চলবেই। আর কলকাতা থাকবে তার নিজের ছন্দেই।