ভারতের 'কালচারাল ক্যাপিটাল' বা 'সাংস্কৃতিক রাজধানী' কী? একবাক্যে একটাই উত্তর- প্রাণের শহর, ভালোবাসার শহর কল্লোলিনী তিলোত্তমা কলকাতা৷ আর শীতকালে এই কলকাতা যেন সত্যিই হয়ে ওঠে সংস্কৃতির পীঠস্থান। আগামী কয়েকটা সপ্তাহ সুরে, সাহিত্যে ঝলমল করবে কলকাতা।
রশিদ খান চলে গিয়েছেন। ভারাক্রান্ত হৃদয়েই সুরের সমুদ্রে অবগাহন করবে শহর৷ আগামী ২২ থেকে ২৫ জানুয়ারি বসবে ডোভার লেন মিউজিক কনফারেন্সের আসর। উচ্চাঙ্গসংগীতের দিকপালরা আসবেন শহরে।
Ram Lalla: ১৮ তারিখ মন্দিরের গর্ভগৃহে 'রাম লালা'র প্রতিষ্ঠা, অনুষ্ঠান সূচি প্রকাশ করল ট্রাস্ট
২৩-২৭ জানুয়ারি বসবে কলকাতা লিটারারি মিটের আসর। সাহিত্য জগতের দেশ বিদেশের নক্ষত্ররা আসবেন সেখানে৷ এর মাঝেই শুরু হয়ে যাবে কলকাতা আর্ন্তজাতিক বইমেলা। ১৮ থেকে ৩১ জানুয়ারি৷ বইমেলার মাঠে ধুলো না মাখলে কি আর বাঙালির শীতকাল পূর্ণতা পায়? সবমিলিয়ে আগামী কয়েকদিন জমজমাট থাকবে শহর।