হ্যাকিং প্রতিযোগিতা (Hackathon 2022) আয়োজনের উদ্যোগ নিল কলকাতা পুলিশ। তাদের দাবি রাজ্যে এই প্রথম এত বড় আকারে অফলাইন হ্যাকিং প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই কাজে কলকাতা পুলিশকে (Kolkata Police) সাহায্য করছে IEMLabs। 29 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রতিযোগিতাটি হবে। প্রতিযোগিতা উদ্বোধন করবেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল।
নিজেদের ফেসবুক পেজে কলকাতা পুলিশ জানিয়েছে, প্রতিযোগিতায় বিজয়ী প্রথম 10 জনকে নগদ পুরস্কার দেওয়া হবে। বিজয়ী পাবেন দেড় লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ১ লাখ টাকা। প্রতিযোগিতায় তৃতীয় স্থানাধিকারী পাবেন ৭৫ হাজার টাকা। এছাড়া সাত জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে দেওয়া হবে সার্টিফিকেট। নির্বাচিত প্রতিযোগীরা কলকাতা পুলিশ সাইবার ল্যাবে ইন্টার্নশিপের সুযোগ পেতে পারেন। 25 জুলাইয়ের মধ্যে এই প্রতিযোগিতায় নাম লেখাতে হবে। এজন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
২৯ জুলাই সকাল ৯টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক‘Hackathon 2022’ শুরু হবে। প্রতিযোগীদের নিজের ল্যাপটপ ও অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম সঙ্গে আনতে হবে। ইভেন্ট শুরুর আগে ইভেন্টের অফিশিয়াল পেজে নিজের অ্যাকাউন্ট তৈরি না করলে রেজিস্ট্রেশন বাতিল হবে। প্রত্যেক দল একটি করে অ্যাকাউন্ট তৈরি করবে। তালিকায় সেরা দশটি দলকেই বিজয়ী ঘোষণা করা হবে। Wireshark, netsparker, acunetix, nessus ছাড়াও যে কোন অটোমেশন টুল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের কোন টুল ব্যবহারের প্রমাণ মিললে প্রতিযোগিতা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে বহিস্কার করা হবে।
এই প্রতিযোগিতার জন্য পৃথক ওয়েবসাইট ( https://kolkatapolicehackathon.in/participate) রয়েছে কলকাতা পুলিশের। সেই ওয়েবসাইট থেকেই রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনে ৩০০ টাকা খরচ হবে। প্রত্যেক দলে সর্বোচ্চ ২ জন নাম লেখাতে পারবেন। পেমেন্ট করতে হবে অনলাইনে।