যা গরম পড়েছে, একটু পাহাড় থেকে ঘুরে এলে মন্দ হয়না। কলকাতা থেকে এবার মাত্র এক ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে সিকিমে! দীর্ঘ ৬ মাস পর ফের শুরু হচ্ছে কলকাতা-সিকিম সরাসরি বিমান পরিষেবা৷ সপ্তাহে ৫ দিন সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে কলকাতা এবং দিল্লির বিমান ছাড়ছে। গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে এই পরিষেবা।
কলকাতা থেকে সিকিমের প্যাকিয়ং পর্যন্ত বিমানযাত্রার ভাড়াও খুব বেশি নয়। ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস উড়ানে, এক পিঠের ভাড়া ৪,৯০০ টাকা থেকে ৫,৬০০ টাকার মধ্যে।
Srijit-Oti Uttam: মহানায়কেই লক্ষ্মীলাভ! বক্স অফিসে দারুণ ব্যাবসা 'অতি উত্তম'-এর
গ্যাংটক থেকে ৩১ কিলোমিটার দুরের পাকিয়ং বিমানবন্দরটি ৪ হাজার ৬৪৬ ফিট উচ্চতায় তৈরি। এটি উত্তর পূর্ব ভারতের প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্ট।