ভারতীয় দণ্ডবিধির৩৭৭ (decriminalisation of 377) ধারা বাতিল হয়েছে, আইনের চোখে সমকামীতা আর অপরাধ নয় এ দেশে। তবে আইন কি সবটা পারে? এখনও সমকামীতা নিয়ে অকারণ লুকোচুরি, ফিসফাস, অজ্ঞানতা সমাজের পরতে পরতে। এরই মধ্যে এক ঝলক খুশির হাওয়া খোদ কলকাতায়। ঘটা করে কলকাতাতেই বিয়ে করলেন অভিষেক রায় এবং চৈতন্য শর্মা।
অভিষেক পেশায় ফ্যাশন ডিজাইনার। চৈতন্য তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। বিয়ের ছবি বলে দেয় উদযাপনে শামিল হয়ে আনন্দ করেছেন দু'জনের পরিবার, আত্মীয়, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। বিয়েতে জাঁকজমকের কিছু কমতি ছিল না, আর ভালবাসারও। সব আচার, নিয়ম নিষ্ঠা মেনে পরিবার পরিজনের উপস্থিতিতেই চার হাত এক হল। কলকাতায় সমলিঙ্গের বিয়ে সম্ভবত এই প্রথম, তাই খুব স্বাভাবিক ভাবেই, এই বিয়ে নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে আমন্ত্রিত, কম বেশি সকলেরই নানা কৌতূহল, নানা জিজ্ঞাসা ছিলই। তবে সবচেয়ে বেশি করে ছিল আন্তরিকতা। আর সেই আন্তরিকতার সুর দিয়েই গাঁথা থাকল অভিষেক-চৈতন্যের নতুন জীবনের শুরুটা।
সময় বদলাচ্ছে। মনের আর সমাজের অনেক অন্ধকার কেটে আলোর দিকে এগোচ্ছি আমরা। আর সেই ভাল সময়ের সাক্ষী থাকল কলকাতা, এর চেয়ে আনন্দের আর কীই বা হতে পারে?