বেশ ঘটা করে নিজেকে বিয়ে করেছিলেন, কিন্তু কাটাতে পারলেন না একদিনের বেশি, ২৪ ঘণ্টা পেরোতেই শেষ হল বিয়ের আয়ু, নিজেকেই ডিভোর্স দিলেন.
সোফি মৌরে -নামের এক তরুণী চলতি বছরের ২০ ফেব্রুয়ারি নিজেকে বিয়ে করেন, ঘটা করে বিয়ের গাউন পরা ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু ২১ ফেব্রুয়ারি সোফি নতুন এক পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, যার বক্তব্য, ঢের হয়েছে, আর নেওয়া যাচ্ছে না, এবার নিজেকে ডিভোর্স দিতে চান তিনি।
ব্যাস! সোফির এ হেন খামখেয়ালিপনায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। কেউ বলছেন সবই দৃষ্টি আকর্ষণের জন্য। কেউ বলছেন, আগে ভেবে তারপর বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সোফির।