দুর্গা পুজো শেষের যে শুন্যতা, তাঁকে একটা দিনের জন্য হলেও একটু যেন পূরণ করে লক্ষ্মী পুজো। আশ্বিনের শেষ পূর্ণিমা কোজাগরীর দিনে এই পুজো হয়।
‘কোজাগরী’ শব্দের অর্থ ‘কে জেগে আছ’? হিন্দু পুরাণ বলে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে ধনদেবী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে তাঁর জন্য। প্রচলিত বিশ্বাস, যে বা যারা সত্যিই জেগে থাকেন, মা লক্ষ্মী নাকি তাঁদের প্রতি প্রসন্ন হন। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যে ভরে ওঠে সেই সব পরিবার।
Laxmi Puja 2023 : দুর্গাপুজোর পরই লক্ষ্মীপুজোর প্রস্তুতি, পুজোর দিনক্ষণ ও শুভসময় জানুুন
সারা দেশেই লক্ষ্মীপুজার চল আছে, কিন্তু কোজাগরী পূর্ণিমার এই পুজো বাংলার নিজের। আশ্বিনের হিমেল রাতে, কোজাগরীর জ্যোৎস্না ভাসা প্রান্তর পেরিয়ে গৃহস্থের দ্বারে দ্বারে লক্ষ্মী যেন বাংলার মেয়ে। কত হাজার বছর ধরে বাংলার সঙ্গে মিশে আছে এই লোকাচার।