লম্বা হতে কেই বা না চায় । বিশেষ করে যাঁদের উচ্চতা কম, তাঁরা অনেকেই হিনমন্যতায় ভোগেন । কিন্তু বর্তমানে প্রযুক্তি আর উন্নত চিকিৎসা বিজ্ঞানের দৌলতে যে কোনও বয়সেই লম্বা হওয়া সম্ভব । তবে তার জন্য রয়েছে একটি বিশেষ অস্ত্রোপচার, যাকে বলা হয় লেগ লেনদিং কিংবা লিম্ব লেনদিং । আর এই অস্ত্রোপচারের জনপ্রিয়তা নাকি পুরুষদের মধ্যে বেশি । বিশেষ করে আমেরিকার পুরুষদের মধ্যে এই প্রবণতা বেশি ।
জানা গিয়েছে, এই ধরনের অস্ত্রোপচারে সাধারণত পায়ের মূল হাড় ভেঙে তার মধ্যে ধাতব পাত ও স্ক্রু লাগান চিকিৎসকরা । তার পর কয়েক মাস ধরে রিমোট কন্ট্রোলের সাহায্যে ধীরে ধীরে হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় । ফলে ধীরে ধীরে বাড়ে হাড়ের দৈর্ঘ্য । এই ধরনের অস্ত্রোপচারে খরচ লাখ লাখ টাকা । ক্যালিফোর্ণিয়ার এক চিকিৎসক জানিয়েছেন, গত পাঁচ বছরে এই অস্ত্রোপচারের জনপ্রিয়তা বেড়েছে । তিন বছর আগে যে পরিমাণ অস্ত্রোপচার হত, এখন তা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে বলে খবর ।
বেশ কয়েক বছ আগে বডি লজিক এমডি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০০০ জন মহিলা ও পুরুষের মধ্যে সমীক্ষা চালিয়েছে । সমীক্ষায় তাঁদের উচ্চতা, সেই সম্পর্কে ভাবনা, বিশ্বাস, পছন্দ ইত্যাদি বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল । সেখানে দেখা গিয়েছে, ৬০ শতাংশ পুরুষ এবং ৪৯ শতাংশ মহিলা লম্বা হতে চান ।