শুক্রবার সন্ধ্যে থেকে বড়দিনের(Christmas) আনন্দে মেতে উঠেছে শহরবাসী । আলোয় সেজে উঠেছে রাস্তাঘাট । শনিবার সকাল থেকেই ভিড় বাড়ছে গির্জাগুলিতে । চিড়িয়াখানা থেকে নিকোপার্ক- সব জায়গায় একই ছবি । তবে, একটু অন্যরকম ছবি দেখা গেল সল্টলেকের(Saltlake) এফডি ব্লকে ।
আরও পড়ুন, Christmas 2021 : বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হল বড়দিন
শনিবার, সল্টলেকের এফডি ব্লকে আয়োজন করা হয়েছিল দুর্দান্ত এক ফুট মিউজিক রেস্তোরাঁর(Foot Music Resturant) । সেখানে রাস্তায় সান্তা সেজে গান গাইলেন শিল্পী সুমিত রায় । সান্তাকে পেয়ে নাচে-গানে -আনন্দে মেতে উঠেছে কচিকাঁচারাও । ফুট মিউজিক এই রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল বেশ কিছু মিউজিক ইন্সট্রুমেন্টের । তা দেখতে বড়রাও ভিড় জমিয়েছিলেন । নাচ,গান, কেক আর গিফটের সম্ভারে বদলে গেল মহানগরীর এক টুকরো রাস্তার দৃশ্য ।