নভেম্বর পড়ে গিয়েছে । ভোরের বাতাসে হালকা হালকা শিরশিরানি ভাব । আবার রাতের দিকে বন্ধ থাকছে পাখা । গায়ে হালকা চাদরও টানতে হচ্ছে মাঝে-মধ্যে । শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে । ত্বকেও তা জানান দিচ্ছে । গা-হাত-পা টানতে শুরু করেছে । বিশেষ করে, ঠোঁট ইতিমধ্যেই ফাঁটতে শুরু করেছে অনেকের । ঠোঁটের কোমলতা হারিয়ে যাচ্ছে । সেক্ষেত্রে, প্রথম শীতেই যদি ঠোঁটের যত্ন না নেওয়া হয়, তাহলে সারা শীতে ঠোঁটের দশা যে কতটা বেহাল হবে, তা বোঝা যাচ্ছে এখন থেকেই । তাই এখন থেকেই ঠোঁটের যত্ন নিতে শুরু করুন । কীভাবে ঠোঁটের যত্ন নেবেন, আপনাদের জন্য রইল টিপস ।
ঠোঁটে আর্দ্রতা বজায় রাখুন
শীতকালে ঠোঁট ফাঁটার সমস্যা দূর করতে ঠোঁটের আর্দ্রতা খুব প্রয়োজন । তাই, এইসময় বেশি করে জল পান করবেন, শীতকালীন ফল খাবেন । আর রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে লিপবাম লাগাতে ভুলবেন না ।
ঠোঁট এক্সফোলিয়েট
শীতকালে ঠোঁট ভাল রাখতে সবসময় তা এক্সফোলিয়েট করা প্রয়োজন । ঘরোয়া পদ্ধতিতেই ঠোঁট এক্সফোলিয়েট করুন । মধুর সঙ্গে কফি মিশিয়ে ঠোঁট স্ক্রাব করুন সপ্তাহে চার দিন । ঠোঁট ফাঁটার সমস্য দূর হবেই । এছাড়া মধু আলাদাভাবেও ঠোঁটে লাগাতে পারেন ।
নারকেল তেল
শীতে ত্বকের শুষ্কতার জন্য নারকেল তেল খুবই উপকারী । এটা আপনি ঠোঁটেও লাগাতে পারেন ।
হাইড্রেটিং মাস্ক
ঠোঁট ভাল রাখতে ব্যবহার করতে পারেন হাইড্রেটিং মাস্ক । বাজারে এই মাস্কগুলির চল রয়েছে ভীষণভাবে । হাইড্রেটিং মাস্ক আপনার ঠোঁট ভাল রাখবেন ।