মঙ্গলবার, মার্চের প্রথম দিন সারা দেশজুড়েই উদযাপিত হবে শিবরাত্রি। হিন্দু পুরাণ মতে মহা শিবরাত্রির (Shivratri) দিন শিব-পার্বতীর বিয়ে হয়েছিল।
এই দিনে মূলত ধর্মীয় বিশ্বাস থেকেই দিনভর উপোস করে শিবের (Lord Shiva) মাথায় জল ঢালার রেওয়াজ রয়েছে হিন্দুদের মধ্যে। এ ছাড়া শিবের উপাসনা করে দুধ, বেলপাতা দেওয়ারও চল রয়েছে।
আমরা অনেকেই জানিনা, বছরের প্রতি মাসেই কিন্তু শিবরাত্রি পালিত হয়, কিন্তু মহাশিবরাত্রি (Maha Shivratri) আসে বছরে একবার, এই ফাল্গুনে।
পয়লা মার্চ রাত ১২ টা ৮ মিনিট থেকে ১২ টা ৫৮ মিনিট পর্যন্ত শিবরাত্রির পুজোর সময়। উপোস ভাঙার সময় ২ মার্চ সকাল ৬ টা ৪৫ এর পর।