প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় । সারাদিন-রাত উপোস থেকে মহাদেবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করেন ভোলেনাথের ভক্তরা । এবছর ৮ মার্চ পড়েছে শিবরাত্রি । কিন্তু, কেন শিবরাত্রি পালন করা হয় জানেন ? বলা হয়, এই দিনেই মা পার্বতীর সঙ্গে বিবাহ হয় দেবাদিদেব মহাদেবের। পুরাণ আর কোন কাহিনির উল্লেখ রয়েছে জেনে নিন...
পুরাণে পার্বতী প্রকৃতির প্রতীক। অন্যদিকে মহাদেব চেতনার প্রতীক। চেতনা এবং শক্তি উভয়ের মিলনের সৃষ্টিকে সহজ করে তোলে । ফাল্গুন মাসের অন্ধকার পাক্ষিকের ১৪ তম দিনে শিব ও পার্বতীর মিলন ঘটেছিল ।
আবার বলা হয়, মহাশিবরাত্রির দিন রুদ্র রূপ ধারণ করেছিলেন শিব । মা সতীর দেহত্যাগের পরই প্রলয় নৃত্য করেন দেবাদিদেব । প্রলয় নৃত্যের তিথিতেই উদযাপিত হয় মহাশিবরাত্রি।
পঞ্জিকা মতে,চলতি বছর ৮ মার্চ শিবরাত্রির তিথি শুরু হচ্ছে । আর সেই তিথি শেষ হচ্ছে, ৯ মার্চ । তিথির সময় - ৮ মার্চ রাত ৯ টা ৫৭ মিনিট থেকে ৯ মার্চ সন্ধ্যে ৬টা ১৭ মিনিট ।প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অবিবাহিত মেয়েরা শিবরাত্রি করলে মনের মতো বর পায় । বিবাহিতদের বৈবাহিক জীবন সুখের হয় । তবে জানেন কি, বছরের প্রতি মাসেই কিন্তু শিবরাত্রি পালিত হয় । তবে, মহাশিবরাত্রি (Maha Shivratri) বছরে একবারই আসে, এই ফাল্গুন মাসে ।