আলোর উৎসবে মেতেছে রাজ্য। গত ২ বছরের অতিমারীর দাপট পেরিয়ে এবার স্বাভাবিক ছন্দে দীপাবলি। তবে উৎসবের আনন্দ যেন মাটি না হয়ে যায়, তাই কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই জরুরি। দীপাবলিতে শব্দবাজি নিয়ে নিষেধাজ্ঞা আছে। আলোর বাজিতেও থাকে একাধিক ঝুঁকি। তাই বাজি পোড়ানোর সময় কিছু বিষয় মাথায় রাখা অবশ্যই প্রয়োজন।
বাজি পোড়ানো মানেই ধোঁয়া, যা হার্ট এবং চোখ উভয়েরই ক্ষতি করে। তাই বাড়িতে বৃদ্ধ বা বাচ্চা কেউ থাকলে বাজি না পোড়ানোই ভালো। একদিনের মজা যেন কোনও বড় বিপদ না ডেকে আনে সেটাও খেয়াল রাখবেন। বদলে বাড়িতে জ্বালান প্রদীপ, মোম। রঙ্গোলি বানান। জমিয়ে খাওয়াদাওয়া করুন। ব্যস আপনার দীপাবলি কিন্তু ‘সর্টেড’।
আরও পড়ুন: Gold Price Hike: ধনতেরাসেও বাড়ল সোনার দাম, কেনার আগে জেনে নিন হলুদ ধাতুর দর
আর যদি বাজি পোড়ানোর একান্তই ইচ্ছে থাকে তবে বয়স্ক বা বাচ্চাদের থেকে দূরে কোনও নিরাপদ স্থানে আনন্দে মাতুন। সেক্ষেত্রে লাইসেন্স আছে এমন কোনও দোকান থেকে বাজি কিনবেন। বাজি ফাটানোর সময় ঘিঞ্জি জায়গা এড়িয়ে চলার চেষ্টা করবেন। বাজি পোড়ানোর সময় সুতির পরার চেষ্টা করুন। দাহ্য পদার্থ নেই এমন জায়গায় বাজি ফাটান। সামান্য বাড়তি সতর্কতা মেনে চললেই এবছরের দীপাবলি হতে পারে সেরা আনন্দের স্মৃতি।