সামনেই দুর্গা পুজো। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। দোকানে দোকানে ভিড় জমতে শুরু করেছে। কে না চায়, পুজোতে তাঁকে লাগুক এক্কেবারে আলাদা? এক্কেবারে অন্যরকম। অনেকেই এই সময় চুলের নানা রকমের স্টাইলিং করান,কালার করান। কিন্তু এতে আখেরে চুলেরই ক্ষতি হয়। বাড়িতে ঘরোয়া কিছু জিনিস দিয়েই চুলে রঙ করতে পারেন।
প্রথমেই বিট মিক্সিতে ঘুরিয়ে রস বের করে নিন। এবার বিটরুটের জুস খানিক্ষন বয়েল করে নিন। ঘন হয়ে এলে এতে মিশিয়ে দিন কফি পাউডার, এবং হেনা পাউডার। এই মিশ্রণ চুলে মেখে ঘণ্টা দুয়েক রেখে শ্যাম্পু করে নিলেই পেয়ে যাবেন ন্যাচারাল হেয়ার কালার।