বিভিন্ন ধরনের অদ্ভুত ছবি ও শিল্পীদের ব্যাপারে আমরা জেনেছি। তাঁদের জয়গানও করেছি বহুবার। তবে, এইটা যেন সেইসবের মধ্যেও আরও বেশি বিস্ময়কর! কানাডার এক শিল্পী মিমি চোই নিজের মেক-আপের সরঞ্জাম দিয়ে তৈরি করেছেন একটি অপটিক্যাল ইল্যুশন। নিজের শরীরেই! পুরোটাই থ্রি-ডি'তে! তাঁর সব কাজগুলিই তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেন। যার বেশিরভাগই রীতিমত চোখ ধাঁধিয়ে দেয়!
তার মধ্যে কোনওটায় দেখা যাচ্ছে, টমেটোকে কাটা হচ্ছে! কোনওটায় কলার খোসা ছাড়ানো হচ্ছে! কোনওটায় আবার পাশাপাশি পাঁউরুটির টুকরো সাজিয়ে রাখা! নিজের শরীরকে আক্ষরিক অর্থেই যেন নিজের 'ঘর' বানিয়ে ফেলেছেন কানাডার এই শিল্পী। থ্রি-ডি অপটিক্যাল ইল্যুশন আর্টের মাধ্যমে!
ইনস্টাগ্রামে তাঁর প্রচুর গুণমুগ্ধ। তাঁর কাজ দেখে প্রভাবিত হয়ে নিজেরাও নানারকমভাবে এমন কিছু করার চেষ্টা করছেন নেটিজেনদের কেউ কেউ।