পুরুষ ও মহিলাদের হৃদয় ভিন্নভাবে প্রতিক্রিয়া দেয় স্ট্রেস হরমোন নোরাড্রেনালিনের কারণে, জানাচ্ছে সায়েন্স অ্যাডভান্স-এ প্রকাশিত সাম্প্রতিক গবেষণা। ইঁদুরদের ওপর এই গবেষণাটি চালানো হয়। যেখানে দেখা গিয়েছে, স্ট্রেস হরমোন এবং ওষুধের প্রতিক্রিয়া নারী ও পুরুষের শরীরে ভিন্নরকম হয়।
Saraswati Pujo Fashion: সরস্বতী পুজো মানেই শাড়ি! কীভাবে সাজবেন? টোটকা দিচ্ছে এডিটরজি বাংলা
গবেষণায় একটি নতুন ধরণের ফ্লুরোসেন্স ইমেজিং সিস্টেম তৈরি করে ইঁদুরের শরীরের মধ্যে একধরনের আলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। নোরাড্রেনালিন ও নিরোট্রান্সমিটারের প্রভাবে কীরকমভাবে প্রতিক্রিয়া দিচ্ছে ইঁদুরদের হদপিণ্ড, দেখা হয় সেটিও। নোরাপিনেফ্রাইন নামের বিশেষ হরমোনের দ্বারা প্রভাবিত ইঁদুরদের হৃদয়। প্রথমে দেখা যায় নোরাড্রেনালিনের সংস্পর্শে আসার পরে, প্রাথমিকভাবে, পুরুষ এবং মহিলা ইঁদুরের হৃৎপিণ্ড একইভাবে প্রতিক্রিয়া দিলেও, খানিকক্ষণ পর থেকে দেখা যায় যে, একাধিক চাপে নারীদের হৃদস্পন্দন পুরুষদের তুলনায় অনেক দ্রুতগতিতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।