মহিলাদের জন্য গর্ভনিরোধক ওষুধ নতুন কিছু নয় । তবে, এবার পুরুষদের জন্যও পাওয়া যাবে জন্মনিরোধক বড়ি (Contraceptive Pills ) । সম্প্রতি, এক গবেষণায় বলা হয়েছে,অবাঞ্জিত গর্ভধারণের সমস্যা রোধ করতে এবার থেকে পুরুষরাও গর্ভনিরোধক ওষুধ (Male Contraceptive Pills ) খেতে পারবেন ।
নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, গর্ভনিরোধক বড়িগুলি যৌন মিলনের ৩০ মিনিট আগে খেলে কমপক্ষে ২ ঘণ্টা পর্যন্ত গর্ভধারণ প্রতিরোধ করবে । পুরুষদের জন্য গর্ভনিরোধকের ওষুধ নিয়ে এখনও গবেষণা চলছে । বাজারে আসতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানা গিয়েছে ।
পুরুষদের এই গর্ভনিরোধক বড়ি শুক্রাণুর কার্যকারিতা কমিয়ে দেবে । এই ওষুধ ডিম্বানুর দিকে অগ্রসরে বাধা তৈরি করবে । গবেষকদের মতে, এই বড়ি ১০০ শতাংশ কার্যকর ।
আরও পড়ুন, Fashion Trend : কারও সিঁথিতে লাল,কারও আবার গোলাপি, রংবেরঙের সিঁদুর পরে ব়্যাম্প ওয়াক দেখেছেন ?
গর্ভনিরোধক ওষুধটি এখনও মানুষের উপর প্রয়োগ করা হয়নি । ইঁদুরের উপর প্রয়োগ করে গবেষণা করা হয়েছে । ইঁদুরের শরীরে এই ওষুধ প্রয়োগ করে দেখা গিয়েছে যে ওষুধটি আধ ঘণ্টার মধ্যেই কাজ করতে শুরু করে । যদিও এর নেগেটিভ কোনও প্রভাব দেখা যায়নি । এমনকী, যৌন আচরণেও কোনও প্রভাব পড়েনি ।
গবেষণা অনুসারে, ওষুধের প্রভাব প্রথম ২ ঘণ্টা ১০০ শতাংশ কার্যকর থাকে । প্রথম তিন ঘণ্টায় তা কমে হয় ৯১ শতাংশ । ২৪ ঘণ্টা পর সেই প্রভাব সম্পূর্ণভাবে চলে যায় ।
Disclaimer : এডিটরজি চিকিৎসা সংক্রান্ত কোনও পরামর্শ দেয় না। এই খবরটিতে থাকা টেক্সট, গ্রাফিক্স, ছবি ব্যবহার করা হয়েছে শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এই ভিডিয়োর কোনও উপাদানকেই পেশাদার চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প হিসেবে গ্রহণ করার জন্য ব্যবহার করা হয়নি। এই বিষয়ে সর্বদা আপনার চিকিৎসক বা অন্যান্য যোগ্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ নিন।