দু'দিনের জি ২০ সম্মেলন (G 20 Summit) শুরু হয়েছে নয়াদিল্লিতে। একেবারেই রাজনৈতিক মঞ্চ ঠিকই। তবে রাজনীতি-কুটনীতির সঙ্গে যে ফ্যাশনের বৈরিতা নেই, প্রমাণ করলেন সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা।
ব্রিটেনের প্রাইম মিনিস্টার ঋষি সুনক এদিন এসেছিলেন নেভি ব্লু রঙের স্যুটের সঙ্গে হালকা নীল রঙের টাই, সঙ্গে কালো রঙের ফর্মাল জুতো।
কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো পরেছিলেন ধূসর রঙের স্যুট, ভেতরে সাদা শার্ট, এবং নীল টাই পরেছিলেন, সঙ্গে খয়েরি ফর্মাল জুতো।
সৌদি আরবের রাজকুমার মহম্মদ বিন সলমন আলসৌদ সেজেছিলেন একেবারে সাদা রাজকীয় পোশাকের ওপর খয়েরি শাল গায়ে চাপিয়েছিলেন।
G 20 Menu: জি-২০ দুপুরে কী খেলেন মোদী-বাইডেন ? কী থাকবে রাতের রাইসিনায় ?
ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোন পরেছিলেন ঘন নীল স্যুট, সঙ্গে নীল টাই, কালো জুতো।