বসন্ত প্রেমেরই ঋতু। কিন্তু সমাজে এখনও এমন অনেক প্রেম আছে, যাদের ফোটার আগেই দম বন্ধ করে মেরে ফেলা হয়, নয়তো সে'সব ভালবাসার উদযাপন হয় সারা জীবন লুকিয়ে চুরিয়ে। সে'রকম এক ভালবাসা পরিণতি পেল এই বসন্তে।
আলিপুরদুয়ারে (Alipurduar) রূপান্তরকামীকে বিয়ে করলেন যুবক। দম্পতির নাম জয়া রায় ও রাজু অধিকারী। প্রেম পর্বের শুরুতে জয়া শারীরিক ভাবে একজন পুরুষ ছিলেন। ভালোবাসার টানে রূপান্তরিত হন তিনি।
তেলেঙ্গানায় প্রথম সমকামী বিয়ে, উদযাপনে সামিল ছেলের পরিবার
৬ বছর প্রেমের সম্পর্ক পরিণতি পাওয়ায় আনন্দে মাতলেন এলাকার মানুষ। ধুমধাম করে বিয়ে হল ওঁদের, উপস্থিত থাকলেন গ্রামের প্রধান ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও। চার হাত হওয়ার মুহূর্তটার সাক্ষী থাকলেন তৃতীয় লিঙ্গের অনেক মানুষ। তবে এই রূপকথার কিন্তু হ্যাপি এন্ডিং নয়, নতুন জীবনের পথ চলা সবে শুরু।