মহিলারা নন। অনলাইনে কেনাকাটা করতে সবচেয়ে বেশি টাকা খরচ করেন পুরুষরা। এমনই চমকে দেওয়া তথ্য প্রকাশ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট্স অফ ম্যানেজমেন্ট আইআইএম আমদাবাদ।
সম্প্রতি মোট ২৫টি রাজ্যের ৩৫ জনকে নিয়ে অনলাইনে একটি সমীক্ষা করে আইআইএম আহমেদাবাদ। 'ডিজিটাল রিটেল চ্যানেল অ্যান্ড কনজিউমারস: দ্য ইন্ডিয়ান পারস্পেকটিভ' রিপোর্ট অনুযায়ী, পুরুষরা অনলাইন কেনাকাটায় মহিলাদের থেকে বেশি টাকা খরচ করেন। তবে, এই সমীক্ষায় এটাও বলা হয়েছে পুরুষরা অনলাইন কেনাকাটায় মহিলাদের থেকে কম সময় ব্যয় করেন।
আরও পড়ুন - ডার্মাটোমায়োসাইটিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 'দঙ্গল' অভিনেত্রী, কী এই রোগ জানেন?
সমীক্ষায় বলা হয়েছে, পুরুষরা গড়ে ২,৪৮৪ টাকা ব্যয় করেন, যা মহিলাদের তুলনায় ৩৬ শতাংশ বেশি। সেখানে মহিলারা গড়ে খরচ করেন ১, ৮৩০ টাকা। আর সময়ের ক্ষেত্রে পুরুষেরা গড়ে ৩৪.৪ মিনিট অনলাইনে ব্যয় করেন। মহিলারা সেখানে গড়ে ৩৫ মিনিট ব্যয় করেন।