প্রযুক্তির যথেচ্ছ ব্যবহার ভাল নয়, সে কথা বহু কাল আগে থেকেই বলে আসছেন বিজ্ঞানীরা। কিন্তু আম জনতার সেদিকে হুঁশ নেই! সম্প্রতি জানা গেল, মোবাইল ফোনের জনক নিজেই মোবাইল থেকে দূরে থাকেন। অথচ আমাদের সারাদিনে গড়ে প্রায় পাঁচ ঘণ্টা কেটে যাচ্ছে এই যন্ত্র হাতেই।
মোবাইল ফোনের আবিষ্কর্তা ৯৩ বছরের মার্টিন কুপার বলছেন স্মার্টফোন ব্যবহার কমিয়ে মানুষের উচিত জীবন উপভোগ করা। একটি টেলিভিশন প্রোগ্রামে মার্টিন জানিয়েছেন সারাদিনে খুব কম সময় ফোন ব্যবহার করেন তিনি।
এর পরেই সঞ্চালকের প্রশ্ন, যে সব ব্যক্তি দিনে 5 ঘণ্টার বেশি সময় মোবাইল ফোন ব্যবহার করেন তাঁদের কী পরামর্শ দেবেন? উত্তরে তিনি বলেন, “কেউ সত্যি দিনে 5 ঘণ্টার বেশি সময় ফোনের পিছনে ব্যয় করেন? আমি বলব জীবন উপভোগ করুন।”
একটি অ্যাপ মনিটরিং আপ App Annie -এর প্রকাশিত তথ্য অনুযায়ী মানুষ প্রতিদিন গড়ে 4.8 ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করেন।