বাঙালির পায়ের তলায় এমনিতেই সর্ষে! তার ওপর আবার মাঝ নভেম্বর। লেপ কম্বল সব বেরিয়ে গেছে আলমারি থেকে, এদিকে বঙ্গে শীতের দেখা নেই। অগত্যা দুধের স্বাদ ঘোলে মেটানো। মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী মানালী। হিমাচলের প্রদেশের সেই নিস্বর্গ ধরা পড়ল এক বাঙালি পর্যটকেরই ক্যামেরায়।
কথায় বলে মানডে ব্লুজ! সপ্তাহের সেই প্রথম দিনে দেশবাসীর জন্য এমন উপহার! সক্কাল সক্কাল মানালীতে তুষারপাত! ঝুরো ঝুরো বরফে ঢাকল গোটা প্রান্তর। কলকাতাবাসী বাঙালি পর্যটক অনুষ্টুপ রায়ের ক্যামেরায় বন্দি হল সেই মুহূর্ত!
প্রকৃতির চেয়ে বেশি অবাক কেই বা করতে পারে, সোমবার সকালের সেই দৃশ্য আরও একবার প্রমাণ করল তা। সোশ্যাল মিডিয়ায় তুষারপাতের ভিডিও আপলোড করতেই ঝড়ের বেগে শেয়ার হল তা।