পরাধীনতার শৃঙ্খলমুক্তির ৭৫ বছর বলে কথা। সারা দেশজুড়েই এ বছরটা উদযাপিত হচ্ছে নানা রকম ভাবে, বিশেষ করে অগাস্ট মাসটা। এ সবের পাশাপাশি বিগত বেশ কিছু বছরের ট্রেন্ড মেনেই দোকানে বাজারে স্পেশাল ডিস্কাউন্টের হিড়িক পড়েছে।
সেসব সেলের বাহারি সব নাম। শপিং মলের গায়ে গায়ে সেলের বিবরণ বর্ণনা করে অতিকায় হোর্ডিং। স্বাভাবিক ভাবেই, কেনাকাটায় আগ্রহীরা এমন সুযোগ ছাড়েন কী ভাবে। আর ডিজিটাল জমানায় কেনাকাটার নতুন ঠিকানা অনলাইন শপিং।
নানা ই কমার্স সংস্থা তাদের সেলের পসরা সাজিয়ে রেখেছে ক্রেতাদের জন্য। জামা জুতো আসবাব কীসের ওপর ছাড় নেই। ছাড়ের আবার বাহারি নাম। কেউ দিচ্ছে 'রাইট টু ফ্যাশন সেল', কেউ 'ইন্ডিপেন্ডেন্স ডে সেল' , কারোর কাছে 'ফ্যাশনেশন সেল' এর হাতছানি, সব মিলিয়ে একেবারে হইহই কাণ্ড। ছাড়ের পরিমাণও নেহাত কম নয়, কেউ ৫০%, কেউ ৭৫%, কোথাও আবার দুটো কিনলি 5 টা ফ্রি এর অফার।
এসব দেখে লোভ হয় না, বলুন? তবে, সেই প্রবাদ বাক্যটিও মনে রাখবেন...লোভে পাপ, পাপে...
অলুক্ষনে কথা থাক। রইল স্বাধীনতা দিবসের শুভেচ্ছা