সুখী দাম্পত্য আর সুস্থ সম্পর্ক ডায়াবেটিসের সমাধান। শুনতে অবাক লাগলেও এর প্রমাণ মিলেছে। গবেষণা বলছে, যারা বিবাহিত কিংবা সম্পর্ক রয়েছেন তাঁদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কম। এছাড়াও বিবাহিত কিংবা লিভ ইন পার্টনারের সঙ্গে থাকলেই উচ্চ রক্তচাপ আয়ত্তে থাকে বলে জানিয়েছি গবেষণা।
সম্প্রতি ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গ এবং ইউনিভার্সিটি অফ অত্তোয়া কয়েকজন বিবাহিত এবং সম্পর্কে থাকা দম্পতির উপর গবেষণা চালিয়েছে। মোট ৩৩৩৫ জন প্রাপ্তবয়স্কের উপর এই সমীক্ষা চালানো হয়। যাঁদের বয়স ৫০ থেকে ৮৯ বছর। আর যাঁদের কোনও রকম ডায়াবেটিস নেই।
আরও পড়ুন- ১৫ বছর ধরে ভারতে কেবলই জমছে মেদ, বাড়ছে ওবেসিটির সমস্যা, হিসেব দিল জাতীয় সমীক্ষা
সেই গবেষণায় দেখা গিয়েছে বিবাহিত অথবা একসঙ্গে থাকেন এমন বয়স্ক দম্পতির ব্লাড সুগার লেভেল আয়ত্তে থাকে বাকিদের তুলনায় অনেক বেশি।