মনের মত জিনস-জোড়া পেতে ঘণ্টার পর ঘণ্টা ধরে মাথা চুলকোতে হচ্ছে ক্রেতাদের- এই দৃশ্য খুব বিরল নয়। কিন্তু, আপনি জানেন, এমন এক বিশেষ 'ট্রিক' রয়েছে, যা অনুসরণ করলে আপনি খুব সহজেই বেছে নিতে পারবেন নিজের পছন্দমত জিনস অতি অল্প সময়ে। শুধু তাই নয়, সেই জিনস একদমই আপনার কোমরের মাপের সঙ্গে মানানসই হবে।
ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ ফ্যাশন হ্যাকটির কথা একপ্রকার 'ভাইরালই হয়ে গিয়েছে! আপনি না দেখে থাকলে, কুছ পরোয়া নেহি! উপায় বাতলে দিচ্ছে এডিটরজি বাংলা।
জিনসের ওয়েস্টব্যান্ড নিয়ে জড়িয়ে নিতে হবে ঘাড়ের চারপাশে। যদি দেখেন, ঠিকঠাকভাবে সেটি জড়িয়ে গেল ঘাড়ে, তাহলে বুঝবেন ওই জিনসটি একদমই আপনার কোমরের মাপেই।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত ৩৩৭ মিলিয়ন ভিউয়ার এই বিশেষ ফ্যাশন হ্যাকটির ভিডিয়ো দেখেছেন।