'নিজেকে ভালবাসো তুমি এবার', কয়েক বছর আগের জনপ্রিয় বাংলা সিনেমার এই গানটিকেই দুনিয়া জুড়েই নানাভাবে দেখার প্রবণতা তৈরি হয়েছে একবিংশ শতাব্দীর নাগরিকদের মধ্যে। একা থাকা এবং নিজেকে ভালবেসে নানাবিধ কার্যকলাপে জড়িয়ে রাখা, তাঁদের জীবনচেতনার একটি জরুরি অঙ্গ। সোশ্যাল মিডিয়ায় (Social media) এই বিষয়টি নিয়েই শুরু হয়েছে নতুন ট্রেন্ড। যার নাম- 'মাস্টারডেটিং' (Materdating)। নিজের সঙ্গকে ভালবেসে এবং উপভোগ করে হ্যাশট্যাগ মাস্টারডেটিং দিয়ে ইতিমধ্যেই টিকটক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া (social media) প্ল্যাটফর্মে অনেকেই এই নিয়ে পোস্ট করেছেন।
সম্পর্ক বিশেষজ্ঞ মেলিসা স্টোনের মতে, অন্য কারও সঙ্গে সম্পর্কস্থাপনের আগে নিজের সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করে নিজের মানসিক প্যাটার্নকে বুঝে নেওয়াকে বলা যায় 'মাস্টারডেটিং'। কাজের দুনিয়া ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও যে প্রবল স্ট্রেস সহ অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয়, তা এতে নেই বলেই এই প্রবণতাটি ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে।