অভিভাবক শা থি গক্ ট্রান, তাঁর আদরের ‘চারপেয়ে’র নাম ‘বাও’। ফুটফুটে সাদা রঙের এই সারমেয়র বয়স মাত্র তিন, আর ওজন তিনের চেয়েও কম। কিন্তু এই ছোট্ট বাও এখন, ইনস্টাগ্রামে বেজায় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বিশ্বের অন্যতম ধনী এই সারমেয় ইতিমধ্যেই, অবিভাবকের সঙ্গে ঘুরে ফেলেছেন বিশ্বের অসংখ্য দেশ।
International Women's Day: আন্তর্জাতিক নারী দিবসে কী দেবেন? রইল উপহারের হদিশ
পৃথিবীর সেরা সেরা ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করে বাও, যার বাজার মূল্য ২ লক্ষ টাকা। সোশ্যাল মিডিয়ায় তার কয়েক লক্ষ ফলোয়ার্স। সে যে কখনও নেটিজেনদের এত প্রিয় হয়ে উঠবে তা ভাবতে পারেননি শা। বাও-য়ের ফ্যাশন সেন্স থেকে নানা রকমের কীর্তি সবই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আজকাল তো বিজ্ঞাপনের জন্যেও ডাক পাচ্ছে বাও।