দোল বা হোলির সঙ্গে সাদা পোশাক যেন ওতপ্রোতভাবে জড়িয়ে! বলিউডে বিশেষত যশরাজ ফিল্মসের ছবিতে এক সময় সিনেমা মানেই হোলির একটি দৃশ্য থাকতোই। যেখানে, সাদা পোশাক পরে নাচতে দেখা যেত নায়ক-নায়িকা সহ অন্যান্য কুশীলবদের। এখনকার সোশ্যাল মিডিয়া এবং তার কয়েক বছর আগের চায়ের দোকানের আড্ডায় এই বিষয়ে একটা চালু রসিকতা ছিল যে, 'বড়লোক হয়েছি, তা তখনই বোঝা যাবে, যখন সাদা জামা পরে হোলি খেলব'! তার কারণ, দোলের দিন রং লেগে যাওয়ার ভয়ে অন্তত আমজনতার মধ্যে সবথেকে চাকচিক্যহীন পোশাকটিই পরার রেওয়াজ ছিল দীর্ঘদিন।
এই সাদা পোশাক সংক্রান্ত বিভিন্ন অফারও দিচ্ছে জামাকাপড়ের অ্যাপগুলি। শাস্ত্র অনুযায়ী, সাদা রং মানে শুভ-র প্রতীক। সেই কারণেও দোলের দিন এই রঙের এত চল।
কিন্তু, সেই ট্র্যাডিশন ক্রমে পাল্টাচ্ছে! আজকাল দোলের দিন সাদা রঙের পোশাক পরার চল বেশি। সাদা কুর্তা আর নীল জিনস পরতে পারেন এ বার দোলে। তা ছাড়া সাদা শার্ট কিংবা টি শার্ট তো ছেলেদের ফ্যাশনে চিরকালই প্রাধান্য পেয়ে এসেছে। শুধু তাই নয়, দোলে সাদা না পরতে চাইলে রঙিন প্রিন্টেড শার্ট পরেও করতে পারেন বাজি মাত। সঙ্গে থাকুক হাফ প্যান্ট কিংবা শর্টস। সঙ্গে একটি রঙিন স্নিকার্স পরে নিলেই জমে যাবে দোলের সাজ।