মেয়েদের মতো এবার ছেলেরাও (Men) তাদের শুক্রাণু সংরক্ষণ (Sperm Freezing) করতে পারে । নতুন গবেষণা এমনই বলছে । এমনকী, কয়েক জায়গায় সেই কাজ শুরুও হয়ে গিয়েছে । ব্রিটেনের বিভিন্ন ক্লিনিকে পুরুষদের শুক্রাণু সংরক্ষণে সুযোগ দেওয়া হচ্ছে । তবে, ছেলেদের শুক্রাণু সংরক্ষণের কী কোনও প্রয়োজন আছে ? কী বলছেন বিশেষজ্ঞরা ?
মেয়েদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর মান পড়ে যায় । এর ফলে বয়স বেড়ে গেলে মা হওয়ার সম্ভাবনা কিছুটা কমে যায় । অনেকে আবার কেরিয়ারের জন্য খুব তাড়াতাড়ি মা হতে চান না । তাই অনেক মেয়েরা তাঁদের ডিম্বাণু সংরক্ষণ করে রাখে । কিন্তু, ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু সংরক্ষণ করার কোনও প্রয়োজন নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ।
আরও পড়ুন, Summer Eye care Tips : সূর্যের তাপ চোখের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, জেনে নিন চোখ ভাল রাখার উপায়
ছেলেরা আজীবন শুক্রাণু উৎপাদন করতে পারে । বিজ্ঞান বলছে, বয়সের সঙ্গে খুব কম পুরুষেরই শুক্রাণুর মানে অবনতি ঘটে । অবশ্যই যদি তাঁর শরীরে কোনও রোগ না থাকে । দেখা যাচ্ছে, যাঁদের কোনও জটিল রোগের চিকিৎসা চলছে, তাঁদের শুক্রাণুর মান ধীরে ধীরে পড়ে যায় । সবটাই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ার ফল । সেক্ষেত্রে, তাঁরা তাঁদের শুক্রাণু সংরক্ষণ করতে পারেন । এছাড়া, সেনাবাহিনীর মতো যে সব পেশায় জীবনের ঝুঁকি বেশি, তাঁরা শুক্রাণু সংরক্ষণ করে রাখতে পারেন ।