বাংলায় যেমন দুর্গোৎসব, দেশের বিভিন্ন প্রান্তে এখন চলছে নবরাত্রি । ৯ দিনের পুজো । এই ৯ দিন দেবী নানারূপে পূজিত হন । আর জানেন তো গরবা ও ডান্ডিয়া নাচ ছাড়া নবরাত্রি একেবারেই ফিকে । ছেলে-মেয়ে নির্বিশেষে ট্র্যাডিশলান পোশাক পরে গরবা ও ডান্ডিয়া করেন । কিন্তু, কোনওদিন শুনেছেন শাড়ি পরে গরবা করছেন পুরুষরা ? এমনটাও হয় কিন্তু । আসলে এক এক জায়গায় একএকরকম নিয়ম ।
প্রত্যেক বছর অষ্টমী তিথিতে শাড়ি পরে পুরুষদের গরবা করতে দেখা যায় গুজরাতের আহমেদাবাদে । সাধারণত, বারোট সম্প্রদায়ের পুরুষদের মধ্যে এই নিয়ম প্রচলিত আছে । ২০০ বছরের পুরনো এই ঐতিহ্যকে বলা হয় শেরি গরবা ।
কেন এই নিয়ম ?
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রায় ২০০ বছর আগে সদুবা নামে এক মহিলা বারোট সম্প্রদায়ের পুরুষদের অভিশাপ দিয়েছিলেন । তাই নবরাত্রির সময় দেবীকে খুশি করার জন্য এই প্রথা অনুসরণ করা হয় । শাড়ি পরে গরবা করার মধ্যে দিয়ে পুরুষরা দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন । আরও একটা কারণ আছে । বিশ্বাস করা হয়,আগে গর্ভাবস্থায় গভীর রাত পর্যন্ত মহিলাদের জন্য গরবা খেলাকে নিরাপদ মনে করতেন না পুরুষরা । তাই তখন তাঁরা মহিলাদের পরিবর্তে গরবা খেলা শুরু করেন।