শীত পড়তে না পড়তেই খুশকি, চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন ছেলেরাও। মাথায় চিরুনি দিলেই উঠে আসছে গুচ্ছ গুচ্ছ চুল। এক্ষেত্রে কী করণীয় ভাবছেন?
খুশকি কমাতে একটি ভাইরাল হ্যাক শেয়ার করেছেন কনটেন্ট ক্রিকেটর রোহিত বোস। রান্না ঘরেই রয়েছে এমন তিনটি সাধারণ জিনিস দিয়েই তৈরি করা যাবে একটি বিশেষ তেল। যা সহজেই খুশকির সমস্যার সমাধান করবে।
আরও পড়ুন - রাতে কিছুতেই ঘুম আসে না , বিশেষজ্ঞরা বলছেন শোওয়ার আগে কলা খান!
কী এই হ্যাক ?
কালো জিরে, মেথি এবং খাঁটি নারকেল তেল দিয়ে এই বিশেষ তেলটি তৈরি করতে হবে। প্রথমে নারকেল তেল নিয়ে ওর মধ্যে এক টেবিল চামচ মেথি আর কালো জিরে যোগ করে মিশ্রণটি ভাল করে ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হলে সেটি মাথার ত্বক এবং চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিয়ে শ্যাম্পু করে ফেলুন।