২৭ বছর আগে মাইক্রোসফট চালু করেছিল ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার (Internet Explorer)। অবশেষে সেই ব্রাউজারটির পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট (Microsoft)।
আর কিছু দিনের মধ্য়ে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটি বন্ধ করে দেবে মাইক্রোসফট।১৯৯৫ সালে যখন ইন্টারনেট পরিষেবা সাধারণ মানুষের জন্য ক্রমশ সহজলভ্য হচ্ছিল, তখন বিল গেটসের সংস্থা মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটি লঞ্চ করে। মাইক্রোসফটের ডেস্কপট অপারেটিং সিস্টেম উইন্ডোজ 95- এর সঙ্গে ব্রাউজারটি লঞ্চ করা হয়েছিল।
আরও পড়ুন: WhatsApp Security:হোয়াটসঅ্যাপে সুরক্ষা বাড়াতে আসছে ডাবল ভেরিফিকেশন কোড ফিচার
পরবর্তীতে ২০০৩ সাল ইন্টারনেট এক্সপ্লোরারের জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছয়। তখন বিশ্ব জুড়ে প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এই ব্রাউজার ব্যবহার করত। কিন্তু পরবর্রীতে গুগলের ক্রোম, মোজিলার ফায়ারফক্স, অ্যাপলের অপেরা সহ অন্যান্য কোম্পানি তাদের ব্রাউজার লঞ্চ করে। যেগুলি গুণমানে ইন্টারনেট এক্সপ্লোরারের থেকে উন্নত। এর জেরে ইন্টারনেট এক্সপ্লোরারের জনপ্রিয়তা কমতে থাকে।
২০১৬ সাল থেকেই মাইক্রোসফট পরিকল্পনা করছিল ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করার। ইতিমধ্যে মাইক্রোসফট তাদের নতুন ব্রাউজার ‘এজ’ লঞ্চ করেছে। উইন্ডোজ 10 এবং এক্সবক্স ওয়ানের সঙ্গে ২০১৫ সালে মাইক্রোসফট এজ বাজারে লঞ্চ হয়। ২০১৭ সালে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসেও ব্রাউজারটি লঞ্চ করা হয়। সম্প্রতি মাইক্রোসফট ঘোষণা করেছে, তারা ১৫ জুন থেকে সমস্ত প্ল্যাটফর্ম থেকেই ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের পরিষেবা বন্ধ করে দিতে চলেছে।