প্রতিদিন ঘন ঘন সিগারেট খান? অন্তত, এক-দু'প্যাকেট শেষ না করলে কিছুতেই ভরে ওঠে না মন? তাহলে সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে এবার। মানবদেহে নানা রোগের নেপথ্যের ভিলেন নিকোটিন। এবার সে হাজির আরও নতুন দুই সমস্যার কারণ হিসেবে। জার্নাল অব অ্যালঝাইমার্স ডিজিজে প্রকাশিত নতুন একটি সমীক্ষা জানাচ্ছে, মধ্যবয়স্ক ধূমপায়ীদের স্মৃতিশক্তি হারানো এবং মনের মধ্যে বিভ্রান্তির সমস্যা বেশি হয় অ-ধূমপায়ীদের তুলনায়। ৪৫ বছর বা তার বেশি বয়সী ১ লক্ষ ৩৬ হাজার ১৮ জন মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, অন্তত ১১ শতাংশ মানুষ প্রবলভাবে আক্রান্ত হয়েছেন এই দুই সমস্যায়।
এই সমীক্ষা থেকে আরও জানা গিয়েছে যে, অ-ধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের এই সমস্যায় পড়ার সম্ভাবনা ১.৯ গুণ বেশি। আর, সম্প্রতি যাঁরা ধূমপান ছেড়েছেন, এই সমস্যা তাঁদের মধ্যেও তুলনামূলকভাবে কম। অর্থাৎ, ধূমপান ছেড়ে দেওয়াই ধূমপানের থেকে আসা এই ধরনের সমস্যার সঙ্গে লড়াইয়ের একমাত্র উপায়।