দিনকয়েক ধরেই যখন তখন মুষলধারে বৃষ্টি (Monsoon) নামছে। যার জেরে বারান্দার শখের বাগান এক্কেবারে দফারফা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কী করবেন ভাবছেন? রইল বাগান পরিচর্যার (Gardening Tips) কয়েকটি টিপস।
১. মুষলধারে বৃষ্টি হলে আলাদা করে বারান্দার গাছে জল দেওয়ার প্রয়োজন নেই।
২. বাইরে বৃষ্টির কারণে টবের গাছের গোড়ায় জল জমে গেলে অতিরিক্ত জল ফেলে দিতে হবে।
৩. গাছের গোরা ভিজে থাকলে অতিরিক্ত জল দিলে গাছ নষ্ট হয়ে যাবে।
৪. খুব বেশি বৃষ্টি হলে গাছগুলি ঘরের ভেতরে এনে রাখতে পারেন।
আরও পড়ুন - পাঁঠার মাংস হবে নরম তুলতুলে, রইল টিপস
৫. বর্ষায় আলাদা করে সার দেওয়ার দরকার নেই।
৬. গাছের পাতায় পোকা মাকড় দেখা গেলে তবেই মাটি বদল করুন এবং কীটনাশক প্রয়োগ করুন। অযথা প্রয়োগের দরকার নেই।