গত ২ বছর কোভিডের কারণে আনেক বিধিনিষেধ থাকায় বর্ষশেষ বা বর্ষশুরুর সন্ধ্যায় তেমন মেতে উঠতে পারেননি বহু মানুষ। কিন্তু, এই বছরটা আলাদা। যদিও, সমীক্ষা বলছে, গত বছরগুলোর মতোই চলতি বছরেও এই সন্ধেগুলো বাড়িতে বসে কাটাতেই বেশি পছন্দ করবেন আম ভারতীয় জনতা।প্রতি ১০ জনের মধ্যে ৮ জন ভারতীয়ই নববর্ষ কাটাবেন নিজেদের বাড়িতেই। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে।
কমিউনিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লোকালসার্কেলের করা এই সমীক্ষা থেকে জানা যাচ্ছে, ৭৯ শতাংশ মানুষ বলছেন, তাঁরা ঘরেই থাকবেন। মাত্র ৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা পার্টিতে অংশ নেবেন। মাত্র ৫ শতাংশ মানুষ জানান, তাঁরা আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে যাবেন রেস্তোরাঁতে।
শুধু তাই নয়, এই সমীক্ষা থেকে আরও জানা যাচ্ছে, হাউজ পার্টিতেই উৎসাহ বেশি বহু মানুষের। ১২ শতাংশ মানুষ বন্ধুর বাড়ি গিয়ে পার্টি করবেন। আর, ফের কোভিড মাথাচাড়া দিতে পারে এই আশঙ্কায় ঘরেই থাকবেন ৫ শতাংশ ভারতীয়।