আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তার পরেই মণ্ডপে মণ্ডপে আসতে চলেছেন অসুরদলনী মা দুর্গা। বাংলা আজ সেজে উঠেছে কাশফুলে। শরতের নীল আকাশে সাদা মেঘের আনাগোনা৷ তার মধ্যে হাওড়ার এক গ্রামে কিন্তু চলছে রীতিমতো 'সশস্ত্র বিপ্লবে'র প্রস্তুতি। কিন্তু কেন?
মা দুর্গা তো দশভুজা। তাঁর দশ হাতে দশ অস্ত্র। দেবীমূর্তির হাতের অধিকাংশ অস্ত্রই তৈরি হয় উলুবেড়িয়া থানা এলাকার গুটিনগর গ্রামে। বছরের পর বছর, দশকের পর দশক এই গ্রামে অস্ত্র তৈরি হয়ে আসছে। গত দু'বছর করোনা অতিমারীর প্রকোপে মার খেয়েছিল ব্যবসা৷ কিন্তু এই বছর পরিস্থিতি অনেকটাই ভালো। আগের চেয়ে অনেক বেশি অস্ত্রের বরাত এসেছে৷ শ্রমিক সমীর অধিকারীর কথায়, "মা মুখ তুলে চেয়েছেন.."।
Chanchal Durga Puja: মুসলমানেরা লন্ঠন দেখালেই প্রতিমা বিসর্জন, রামচন্দ্রের পুজোয় এটাই ট্র্যাডিশন
দুর্গাপুজো এই বাংলার কোটি কোটি মানুষের অন্নসংস্থান করে৷ মা তো কেবল অসুরদলনী নন, তিনি অভাবদলনীও৷ বহু মানুষের সারা বছরের পেটের ভাতের সংস্থান হয় এই কয়েকটি দিনে। করোনা পরবর্তীকালে দেবীর হাতে অস্ত্রে বধ হোক অভাবের অসুর৷ এই প্রার্থনাই করছেন উলুবেড়িয়ার এই গ্রামের মানুষজন।