ভরসার আরেক নাম মা (Mother) । মা মানেই বন্ধু, গাইড । দুঃখ-কষ্ট যন্ত্রণার সব মুশকিল আসান 'মা'। সন্তান ও মায়ের সম্পর্ককে কোনও নির্দিষ্ট সংজ্ঞায় বাঁধা যায় না । শত কষ্ট, ব্যস্ততার মধ্যেও তাঁর সন্তানকে স্নেহ,মমতায়, শাসনে আগলে রাখে মায়ের দু-হাত । ৮ মে সেই মায়েরই দিন । মাদার্স ডে (Mother's Day 2022) ।
যদিও, মায়েদের জন্য কোনও বিশেষ দিনের দরকার হয় না । প্রতিটা দিনই মায়ের । কিন্তু, মাদার্স ডে উপলক্ষে অনেকেই এইদিনটা মায়ের জন্য একটু স্পেশাল করে তুলতে চান । কেউ সারাদিনটা মায়ের সঙ্গে কাটান । কেউ আবার রান্না করে, কিংবা সারপ্রাইজ গিফট দিয়ে মাকে খুশি করার চেষ্টা করেন । আপনি আপনার মায়ের জন্য স্পেশাল কী করবেন ভেবেছেন ? সেক্ষেত্রে এই বিকল্পগুলি দেখে নিতে পারেন...
মায়ের যত্ন নিন
সংসার কথা ভাবতে গিয়ে, সন্তানের যত্ন নিতে নিতে নিজেদের কথা ভুলে যান মায়েরা । সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে হয়তো নিজেদের বেলায় জুটছে শুধু অবহেলা । সেক্ষেত্রে সন্তানেরও উচিৎ মায়ের খেয়াল রাখা, যত্ন নেওয়া ( Pamper for Mother) । মাদার্সে ডে উপলক্ষে এই একটা দিন মা-কে সমস্ত কাজ থেকে ছুটি দিন । মা-কে পার্লারে নিয়ে যান, স্পা ডে-র প্ল্যান করুন ।
আরও পড়ুন, Watermelon Benefits : এক টুকরো তরমুজে আসে সতেজতা, বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও
মাকে ঘুরতে নিয়ে যান
দিন-রাত সংসারের জন্য, সন্তানের জন্য খেটে চলেছেন মায়েরা । তাঁদেরও তো একটু ছুটির প্রয়োজন । তাই মায়ের সঙ্গে কোথাও দুদিন ঘুরে (Planning tour for Mother) আসুন । ঘোরার জন্য অবশ্যই বেছে নিন মায়ের পছন্দের জায়গা ।
রান্না করে মাকে খাওয়ান
দিনের অর্ধেকটা সময় মায়েদের কেটে যায় রান্নাঘরে । তাই বিশেষ দিনটিতে মাকে রান্না থেকে ছুটি দিন । ব্রেকফাস্ট থেকে ডিনার... মায়ের পছন্দের খাবারগুলি নিজের হাতে তৈরি করুন (Cooking for your Mother) ।
পারিবারিক ছবির কোলাজ
মায়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবির কোলাজ (Family Picture Collage) তৈরি করুন । সেই ছবির কোলাজে ঘর সাজিয়ে তুলুন । এই বিশেষ দিনে মায়ের সঙ্গে স্মৃতির সরণিতে ডুবে যান আপনিও ।
কাজের চাপে কিংবা পড়াশোনার চাপে হয়তো সারাটা দিন আপনি ব্যস্ত থাকেন । মায়ের কথা ভেবে ওঠা হয় না । মায়ের যত্ন নেওয়া হয় না । কিন্তু, মা কিন্তু কখনও তাঁর সন্তানের কথা ভোলেন না । তাই সব ব্যস্ততা, কাজ ছেড়ে, পারলে এই একটা দিন মাকে একটু সময় দিন । মায়ের মনের কথা শুনতে শিখুন ।