একদম অপরিচিত কারও সঙ্গে এক ঘরে একটানা ১০০ দিন কাটাতে পারবেন? যদি পারেন, তাহলে পেয়ে যেতে পারেন ৫ লক্ষ ডলার! তবে একটানা ১০০ দিনই থাকতে হবে। তার আগে যদি দু'জনের কেউ ঘর থেকে বেরিয়ে যান, তাহলে দু'জনেরই ক্ষতি৷ কেউ টাকা পাবেন না।
টুইটারে (অধুনা এক্স) এই অভিনব চ্যালেঞ্জ দিয়েছেন ইউটিউবার মিস্টার বিস্ট। যাঁর আসল নাম জেমস ডোনাল্ডসন। অনেকে অবশ্য এই চ্যালেঞ্জকে একধরনের মানসিক অত্যাচার বলছেন। একদম অপরিচিত কারও সঙ্গে একটানা ১০০ দিন এক ঘরে থাকা যায় নাকি! অসম্ভব!
Unusual Story: তিন ঘণ্টা অফিসেরই লিফটে আটকে কর্মী, মাইনে থেকে কেটে নেওয়া হল টাকা!
মিস্টার বিস্ট যে ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে
একটা বড় ঘর, তাতে দু'টি বিছানা, একটি সিঙ্ক, একটি কাবার্ড৷ সঙ্গে কিছু টুকিটাকি। নেই টেলিভিশন, বই বা কোনও বিনোদন সামগ্রী। ঘরের কোণে খাবারদাবারও মজুত। এমন ঘরে থাকতে পারবেন এক্কেবারে অচেনা কারও সঙ্গে? ৩ মাস ১০ দিন থাকলেই কিন্তু কড়কড়ে ৫ লক্ষ ডলার!