শরীরে একটা দুটো নয়, ৫৪২টা ট্যাটু । তাও আবার কারও নাম বা মুখ নয়, তাঁর ট্যাটুতে রয়েছে বিভিন্ন কোম্পানির লোগো । ট্যাটুগুলি একেবারেই স্থায়ী । 'হিউম্যান বিলবোর্ড' (Human billboard ) নামে পরিচিত ওই তরুণ মুম্বইয়ের বাসিন্দা । আসলে তিনি নিজেই একজন ট্যাটু শিল্পী । আসল নাম জেসন জর্জ ম্যাথিউ (Jason George Mathew)। জানা গিয়েছে,তিনি ১৬ বছর বয়স থেকে ট্যাটুগুলি করা শুরু করছেন । আর এর জন্য এখনও পর্যন্ত খরচ হয়েছে ১০ লাখ টাকা । ট্যাটুর প্রতি কেন এত আকর্ষণ, ট্যাটুগুলোর তাৎপর্যই বা কী, সম্প্রতি সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন, অভিনেত্রী ও ট্রাভেল ইনফ্লুয়েন্সার শেহনাজ ট্রেজারি ।
শেহনাজ জর্জ ম্যাথিউকে নিয়ে একটি ভিডিও করেছেন । সেখানে জানিয়েছেন, ট্যাটুগুলো সাধারণ কোনও ডিজাইন নয় বরং বিভিন্ন ব্র্যান্ডের লোগো তাঁর শরীরে খোদাই করা । ম্যাথিউ একে তাঁর লাইফ-ব্র্যান্ডের টাইমলাইন বলে অভিহিত করেছেন । আসলে, যে ব্র্যান্ডগুলি তাঁর উপর প্রভাব ফেলেছে, যে ব্র্যান্ডগুলি তিনি কিনে থাকেন এবং যে ব্র্যান্ডগুলির মালিক হতে চান তিনি , সেই ব্র্যান্ডের লোগোগুলিই তিনি তাঁর শরীরের ট্যাটু হিসেবে খোদাই করেছেন ৷ শেহনাজ তাঁর পোস্টে এমনটাই জানিয়েছেন ।
প্রথম বিয়ার, প্রথম সিম কার্ড, প্রথম গাড়ি থেকে প্রথম ই-মেইল অ্যাকাউন্ট, প্রথম ফোন...মূলত তিনি তাঁর জীবনের প্রত্যেক মাইলস্টোনকে স্মরণীয় করে রাখতে তার লোগোগুলি শরীরে এঁকেছেন । তিনি বিশ্বের 'সবচেয়ে বেশি ব্র্যান্ডের লোগো ট্যাটু করা মানুষ' হওয়ার জন্য চারটি বিশ্ব রেকর্ডও করেছেন । তাঁর এই কৃতিত্ব লিমকা বুক অফ রেকর্ডসেও রয়েছে ।