মণ্ডপের ভেতরেও দুর্গা, বাইরেও। পুজোর ক'টা দিন এ সবই তো চেনা ছবি, তাই না? মণ্ডপের ভেতরের দুর্গাদের তো না হয় চারদিন একই সাজ, কিন্তু কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলা দুর্গাদের তো রোজ নতুন সাজ। অষ্টমীতে এ শহরের দুর্গাদের অধিকাংশের প্রথম পছন্দ ছিল ট্র্যাডিশনাল সাজ। নবমীতে মন চায় একটু অন্য কিছু।
পুজোয় অনেকেই যাই পরুন, একটু বাঙালি ছোঁয়া রাখতে চান, তাহলে বাছতে পারেন নানা রকমের শারারা। আনারকলি সালোয়ারের চেয়ে এবার অনেক বেশি ইন কিন্তু শারারা। সঙ্গে ভারী গয়না পরলে উৎসবের- মেজাজের সঙ্গে দারুণ মানাবে।
Editorji Exclusive: আজকের প্রজন্মের পছন্দের গয়না কী? শুনে নেওয়া যাক রুপোর মেয়ের কাছেই
বছরের এই ক'টা দিন অনেক দোনোমনার পরেও শাড়ি ছাড়া থাকতে পারেন না অনেকেই, তাঁদের জন্য একটু অন্যরকম ভাবে শাড়ি পরার টিপস দেওয়া যেতেই পারে। বিশেষ করে চিরাচরিত ব্লাউজের বদলে টপের সঙ্গে শাড়ি পরলে দারুণ মানাবে, সাজে একটু ওয়েস্টার্ন ছোঁয়াও আসবে।
নবমীর সাজে অনেকেই ঐতিহ্য আর স্মার্টনেসের সুন্দর মেলবন্ধন চান, তাঁদের পছন্দ হতে পারে নানা স্টাইলের স্কার্ট। নানা ঝুলের স্কার্ট কিন্তু এখন ফ্যাশনে রয়েছে। ওপরের টপটা ওয়েস্টার্ন স্টাইলে পরলেও দেখতে বেশ লাগে।