হোয়াটসঅ্যাপে ( WhatsApp) নতুন স্ক্যাম শুরু হয়েছে, যার জেরে ইতিমধ্যে বহু ভারতীয় আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। প্রতারকরা ইন্টারনেট ভয়েস কলের মাধ্যমে ভারতীয় নাগরিকদের নিশানা করছে। এই ধরনের কলগুলি মূলত আসছে +৯২ কান্ট্রি কোড যুক্ত মোবাইল নম্বর থেকে। যাঁরা এই অচেনা নম্বর থেকে আসা কল রিসিভ করছেন, তাঁরা বড়মাপের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
+৯২ কান্ট্রি কোড যুক্ত মোবাইল নম্বর থেকে ফোন করে প্রতারকরা লটারি বা পুরস্কার জেতার প্রলোভন দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য হাতিয়ে নিয়ে টাকা চুরি করছে। উল্লেখ্য, +৯২ হল পাকিস্তানের কান্ট্রি কোড। তাই সাইবার বিশেষজ্ঞদের ধারণা পাকিস্তান থেকে কোনও চক্র এই কাজ করছে। তবে এই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। কারণ এমন অনেক অ্যাপ রয়েছে যার মাধ্যমে ইচ্ছেমতো কান্ট্রি কোড পরিবর্তন করে কাউকে ইন্টারনেট ভয়েস কল করা সম্ভব।
Bihar Hooch tragedy: 'ড্রাই' বিহারে ফের বিষ মদের বলি ১১, গ্রেফতার ৫
এই ধরনের কল যদি আপনি পান, তাহল কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখবেন। শুধু +৯২ কোড নয়, বিদেশ থেকে আসা যে কোনও অচেনা নম্বর থেকে কল এলে তা রিসিভ করা উচিত নয়। প্রয়োজনে কোনো কলার আইডি অ্যাপের সাহায্যেও ফোন নম্বরটি যাচাই করে নিন। কল রিসিভ করলেও কখনও প্রতারকদের মিষ্টি কথায় ভুলে তাঁদের ফাঁদে পা দেবেন না। নিজের কোনও প্রকার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। বরং এই ধরনের নাম্বারটি ব্লক করে দিন এবং প্রয়োজনে হোয়াটসঅ্যাপের চ্যাট সেটিংস অপশনে গিয়ে এই ধরনের নম্বরগুলি সম্পর্কে হোয়াটসঅ্যাপকে রিপোর্ট করুন। আর যদি আপনি প্রতারণার শিকার হন তাহলে অবশ্যই নিকটবর্তী থানার সাইবার ক্রাইম সেলে গিয়ে অভিযোগ দায়ের করুন।