নিত্য নতুন ফিচার আনে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি একটি আপডেট এসেছে। যার নাম হোয়াটসঅ্যাপ কমিউনিটি। হোয়াটসঅ্যাপ গ্ৰুপের ব্যবহার বিশ্বজুড়ে। কিন্তু এই ফিচারের কাজটা ঠিক কী, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় ব্যবহারকারীদের মধ্যে। সেটাই জানাল হোয়াটসঅ্যাপ। এই নতুন কমিউনিটি ফিচারের মাধ্যমে মোট ২০টি গ্ৰুপের সদস্যরা জুড়ে যেতে পারবেন।
অর্থাৎ স্কুল, পাড়া ,অফিস, বন্ধুদের একাধিক গ্ৰুপকে এক ছাতার তলায় আনতেই এই ফিচার এনেছে মার্ক জুকারবার্গের সংস্থা। গ্ৰুপ এবং কমিউনিটির পার্থক্য বুঝতে না পেরে দোলাচলে ছিলেন গ্রাহকরা। তাদের উত্তর দিতে একটি টুইট করেছিল হোয়াটসঅ্যাপ।
টুইটে জানানো হয়েছে, এই কমিউনিটির মাধ্যমে একাধিক গ্রুপের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। এছাড়াও রয়েছে বিশেষ অ্যানাউন্সমেন্ট গ্ৰুপ। যেখানে Admin-রা গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা করতে পারবেন। হোয়াটসঅ্যাপ কমিউনিটির সব মেসেজে এন্ড টু এন্ড এনক্রিপশনের সুরক্ষাও থাকবে।