নাহ, কোভিডের বাড়বাড়ন্ত, সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ আর নেই, তবে স্বস্তি দিচ্ছে না লং কোভিড (Long Covid)। গত তিন বছরে কোভিড আক্রান্ত হওয়া অনেকেই প্রায়ই নানা অসুস্থতার শিকার হচ্ছেন এখনও, কেউ- কেউ তো আক্রান্ত হওয়ার দু'বছর পরেও।
নেচার মেডিসিন জার্নালে (Nature Medicine Journal) প্রকাশিত প্রতিবেদন বলছে, সারা বিশ্বজুড়ে ক্যানসার, হার্টের অসুখের চেয়ে বেশি উদ্বেগজনক হয়ে উঠছে লং কোভিডের প্রভাব।
Working in night: রাতের পর রাত জেগে কাজ? মেমরি লস হতে পারে! সাবধান হোন আজই
অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রাথমিক সংক্রমণের দু' বছর পরেও ভোগাচ্ছে লং কোভিড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সংজ্ঞা অনুযায়ী করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ৩ মাস পরেও দেহ সম্পূর্ণ ভাবে ভাইরাসমুক্ত না হলে তা-ই লং কোভিড। সেক্ষেত্রে আক্রান্তের শরীরে মাঝেমাঝেই দেখা দেবে কোভিডের নানা উপসর্গ।
একবার করোনা আক্রান্ত হলেই দেখা যাচ্ছে তাঁদের ভবিষ্যতে নানা রকম সমস্যার ঝুঁকি অন্যান্যদের তুলনায় বাড়ছে। এদের মধ্যে সবার সংক্রমণের মাত্রা যে খুব বেশি ছিল, এমন নয়, অনেককেই হাসপাতালেও ভর্তি হতে হয়নি, কিন্তু পরে নানা সময়েই ফিরে ফিরে আসছে অসুস্থতা।