বড়দিনের পর এবার আসছে নতুন বছর। চলতি বছরকে বিদায় জানিয়ে বরণ করে নেওয়া হবে ২০২৩-কে। তাই এইকদিন কার্যত হলি'ডে মুডে বাঙালি৷ এইকদিন চলবে দেদার পার্টিও। মহিলাবন্ধুদের সাজের টিপস দিয়েছে এডিটরজি বাংলা। পুরুষরাই বা বাদ যান কেন? বর্ষবরণে পুরুষ বন্ধুরা কেমন ভাবে সাজবেন, আজ রইল তারই খোঁজ।
পার্টিতে ফর্মালের দিন শেষ। বর্ষবরণ মানেই একটু হইচই, খানাপিনা। ফর্ম্যাল পোশাকে আনন্দ করতে একটু আড়ষ্ট লাগতে পারে, তাই বেছে নিন ক্যাজুয়াল পোশাক। হুডি এবং জিন্সেই সাজুন। হুডির বদলে চলতে পারে সোয়েট শার্ট ও। হলুদ, লাল, হালকা সবুজ রঙ বাছার চেষ্টা করুন। সঙ্গে পরতে পারেন একটি ট্রেন্ডি টুপি।
New Year Female Fashion Trend: বর্ষবরণের রাতে হয়ে উঠুন মোহময়ী, কোন রঙে সাজবেন?
ঘরোয়া পার্টিতে ইন্দো-ওয়েস্টার্ন লুকও খাসা লাগে৷ সুতির এক রঙের কুর্তার সঙ্গে পরুন জগার জিন্স। সঙ্গে জড়িয়ে নিন একটা শাল। হাতে থাকুক কেতাদুরস্ত একটা ঘড়ি। আর আপনি যদি চশমিশ হন তাহলে তো কেল্লাফতে।
সকলের নজর কাড়তে সাজতে পারেন একদম ভিন্ন। সাজুন বোহেমিয়ান ঘড়ানায়। ঢোলা হারেম প্যান্টের উপর পরতে পারেন ঢিলেঢালা শার্ট। ব্যাগ নিন বানজারা। হাতে রঙবেরঙের ব্রেসলেট চলতে পারে। আয়নায় নিজেকে দেখে নিজেই যাবেন চমকে।