ঘুরতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। নতুন ক্যালেন্ডার পেলেই ছুটির দিনগুলো দেখে নিয়ে চটপট প্ল্যান সেরে ফেলেন। সেই তালিকায় দেশ, বিদেশের বিভিন্ন জায়গার নাম থাকে। কিন্তু কোথায় ঘুরতে যাবেন আর কোথায় যাবেন না সেই সিদ্ধান্ত নিতে বেশ খানিকটা সময় লেগে যায়। সেই কাজ সহজ করতে সম্প্রতি সংবাদপত্র নিউইয়র্ক টাইমস (New York Times) একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে সারা বিশ্বের কোন কোন শহরে অবশ্যই আপনার ঘুরতে যাওয়া উচিত তা উল্লেখ রয়েছে। আর সেই তালিকায় লন্ডন, জাপান, জার্মানির সঙ্গে পৃথিবীর দর্শনীয় স্থান হিসেবে জায়গা করে নিয়েছে ভারত (India)।
তালিকায় মোট ৫২টি ভ্রমণ স্থানের নাম রয়েছে। আর এই তালিকায় নিজের জায়গা পাকা করেছে দক্ষিণ ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র কেরল (Kerala)। বিশ্বের সেরা ভ্রমণ কেন্দ্র হিসেবে তালিকার একেবারে প্রথম দিকে জায়গা করে নিয়েছে গডস ওন কান্ট্রি অর্থাৎ ইশ্বরের নিজের দেশ কেরল। ৫২টি নামের তালিকার মধ্যে ১৩ নম্বরে রয়েছে কেরলের নাম।
আরও পড়ুন- ঠান্ডা কমতেই শুরু ট্যুর প্ল্যান? বাংলার ৩ জায়গার খোঁজ দিল এডিটরজি
একদিকে সমুদ্র সৈকত, নীল জলরাশি, সুবিশাল হ্রদ, এছাড়াও আঞ্চলিক সাংস্কৃতি এবং সুস্বাদু খাবার সব মিলিয়ে শুধু দেশের পর্যটক নয়। বিশ্বের পর্যটকদের মন কেড়েছে কেরল। বিশেষ করে ওই সংবাদপত্রে কুমারাকম ও মারাভানথুরুথ নামের দুটি পর্যটন কেন্দ্রের কথা উল্লেখ করা হয়েছে।