অতিমারী পর্বে দেশের নাগরিকদের মানসিক স্বাস্থ্যের(Mental Health) উল্লেখযোগ্য রকম অবনতি ঘটেছে। ২০২২ এর বাজেট প্রস্তাব (Budget Proposal) পেশের মধ্যে দিয়ে সেই বিষয়টি স্বিকার করে নিল কেন্দ্র। ন্যাশনাল টেলি মেন্টাল হেলথ সেন্টার (National Tele Mental Health Centre) তৈরি করা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।
তিনি বললেন, সব বয়সের মানুষের মানসিক স্বাস্থ্যেই অতিমারীর প্রকোপ প্রবল। এই সংকটের সঙ্গে যুঝতে মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কেন্দ্রীয় সরকার একটি কেন্দ্রীয় স্তরে মেন্টাল হেল্থ প্রোগ্রাম শুরু করবে। প্রকল্পের আওতায় দেশে ২৩টি টেলি মেন্টাল হেলথ সেন্টার তৈরি হবে। তাতে প্রযুক্তিগত সমস্ত রকম সহায়তা করে ইন্দিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি বা আইআইটিগুলি (IIT)।
বাজেট আগামী ২৫ বছরের ব্লু-প্রিন্ট, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
এ ছাড়াও জাতীয় ডিজিটাল হেল্থ সিস্টেমের (Digital Health System) জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে বিভিন্ন চিকিৎসক, চিকিৎসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে একটা ডেটাবেস তৈরি করার ঘোষণাও করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।