সম্পর্কে যখন তিক্ততা আসে, যখন দাম্পত্যে আর সবটা 'সুখী' থাকে না, তখনই স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় । ডিভোর্সের সিদ্ধান্তে নেন তাঁরা । কিন্তু এই ঘটনা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, পাখিদের মধ্যেও নাকি এই বিষয়গুলো ঘটে থাকে । অর্থাৎ ডিভোর্স হয় পাখিদেরও । সম্প্রতি, সেই তথ্য উঠে এসেছে একটি গবেষণায় ।
পাখিরা নানা কারণে সঙ্গীকে ত্যাগ করে চলে যায়, যাকে 'বিচ্ছেদ' হিসাবেও দেখা যেতে পারে । রয়্যাল সোসাইটির জার্নাল ‘দ্য প্রসিডিংস’ -এ প্রকাশিত গবেষণায় চিন এবং জার্মানির বিজ্ঞানীরা পাখিদের মধ্যে এই 'বিবাহবিচ্ছেদ'-এর হারকে প্রভাবিত করে এমন প্রাথমিক কারণগুলিকে সনাক্ত করতে ২৩২টি পাখির প্রজাতির বিচ্ছেদের হার নিয়ে তথ্য পরীক্ষা করেছেন । কীজন্য বিচ্ছেদ ঘটে, তার কারণও মানুষের মতো । গবেষণায় দেখা গিয়েছে, মানুষের মধ্যে দেখা যায় যেমন যৌন সংঘাত এবং পার্শ্ববর্তী পরিবেশ থেকে চাপের কারণে এমন ঘটনা ঘটে। পাখিদের মধ্যেও তাই।
আরও পড়ুন, Gender Inequality in Society: রোজগেরে সঙ্গিনী চক্ষুশূল বেরোজগেরে পুরুষের, বলছে সমীক্ষা
পাখিদের বিচ্ছেদের হার, উভয় লিঙ্গের সঙ্গমে অসঙ্গতি, বহুবার সঙ্গী বদলের প্রবণতা, দূর-দূরান্তে স্থানান্তর এবং প্রাপ্তবয়স্ক পাখির মৃত্যু সহ বিভিন্ন কারণের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করছেন বিজ্ঞানী । গবেষণায় দেখা গিয়েছে, পুরুষ পাখিরা যৌনতায় বা সঙ্গমের ক্ষেত্রে বহুগামী, কিন্তু মেয়ে পাখিরা এরকম একেবারেই নয়। বিবাহবিচ্ছেদ শুধুমাত্র যৌন নির্বাচন বা দুর্ঘটনায় সঙ্গীর ক্ষতি সম্পর্কিত অভিযোজিত কারণ দ্বারা চালিত হয় না । পরিবর্তে, এটি যৌন সংঘাত এবং পারিপার্শ্বিক চাপের প্রতিক্রিয়াগুলির সংমিশ্রণ কারণও হতে পারে ।