কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা আছে কিংবা কোনও অনুষ্ঠান রয়েছে। অথচ সকালে উঠে দেখলেন মুখে ভর্তি হয়ে রয়েছে ব্রণ (pimples)। সেক্ষেত্রে মেজাজ তো বিগড়ে যায় বটেই। অনেকে আবার খারাপ দেখতে লাগবে ভেবে প্ল্যানও ক্যান্সেল করে ফেলেন। কিন্তু এই সমস্যার রাতারাতি (Overnight) সমাধানের উপায় রয়েছে।
কীভাবে এক রাতে ব্রণ থেকে মুক্তি পাবেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরমিন আদমজান রাতারাতি ব্রণ দূর করার একটি প্রাকৃতিক প্রতিকার শেয়ার করেছেন।
আরও পড়ুন - কম খরচে দেদার প্রেম, ভ্যালেন্টাইন্স ডে'তে ৪৭% যুগল চাইছে বাজেট ফ্রেন্ডলি ছিমছাম ডেট
যাতে তিনি জানিয়েছেন, কিছুটা বেকিং সোডা, মধু এবং আপেল সাইডার ভিনিগার নিতে হবে। এরপর সবকটিকে এক সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এরপর ওই পেস্টটি আপনার মুখের ওই ব্রণগুলির উপর অল্প পরিমাণে লাগিয়ে রাখতে হবে সারারাত। সকালে ঘুম থেকে উঠে দেখবেন মুখ থেকে গায়েব হয়ে গিয়েছে ব্রণ।